2021 বিধানসভায় কারা কত পাবে বলে হিসেব করছে?

2021 সালের ভোট নিয়ে আগাম অঙ্ক শুরু। লোকসভা ভোটের পর তাতে নয়া মাত্রা যোগ হয়েছে। এক একটি শিবিরের নিজস্ব হিসেব একেকরকম।

তৃণমূল: “দিদিকে বলো” সফল। আরও কিছু কারণ কাজ করছে। দেশে মন্দা। বিজেপির হাওয়া কমছে। দলের ভাঙন থামছে। মুখ্যমন্ত্রীর স্কিমগুলির উপভোক্তা বাড়ছে। তাঁর বিকল্প মুখও কেউ নেই। জনসংযোগ বাড়ছে। তৃণমূল 200 – 240 আসন টার্গেট করে এগোচ্ছে।

বিজেপি: তারা মুখে বলছে সরকার গড়বে। কিন্তু দিল্লি আর রাজ্যের ভোটের তফাৎ বিস্তর। তৃণমূলের চোরাস্রোতই ভরসা। বিজেপির একাধিক রাজ্য নেতার অঙ্ক, 60 – 80 আসন পেলেই বিরাট কান্ড হবে।

কংগ্রেস-বাম : জোট হবেই ধরে তাঁরা এগোচ্ছেন। এঁদের লক্ষ্য তৃণমূল 140, বিজেপি 100 রেখে বাকিটা দখল করে ডিসাইডিং ফ্যাক্টর হওয়া। কিন্তু বাম, কং শিবির তাদের আগের ভোট ধরে রাখতে পারবে কিনা, সেটাই সন্দেহ। ফলে তাঁদের অঙ্ক মেলা কঠিন।

Previous articleকাশ্মীরে ভয় দেখানো পোস্টার, ধৃত 8
Next articleAICC-র জাতীয় মুখপাত্র হলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা