বিজেপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার

বিজেপির যুব মোর্চার মিছিল ঘিরে ফের রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ-র চাঁদনি অঞ্চল। সারা দেশের তুলনায় সিইএসসি-র বিদ্যুতের মাশুল সবচেয়ে বেশি। এই অভিযোগ, বুধবার সকালে বিজেপির যুব মোর্চা সিইএসসি ভবন অভিযানের ডাক দেয়। নেতৃত্বে ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতা, নেত্রীরা। বিজেপির সদর কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে চাঁদনি পৌঁছতেই বাধা দেয় পুলিশ। মিছিল আটকাতে ব্যারিকেড তৈরি করা হয়৷ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে বিজেপি-র নেতা, কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। জল কামান ছোড়ে পুলিশ৷ ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেলও। পালটা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ধস্তাধস্তিতে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। রাস্তার মধ্যেই বসে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। বিজেপির অভিযোগ, পূর্ব নির্ধারিত সূচি মেনে শুরু হওয়া শান্তিপূর্ণ মিছিলের বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে পুলিশই। পরে রাজু বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকার সহ বেশ কয়েকজন বিজেপি নেতা, কর্মীকে গ্রেফতার করা হয়।

Previous articleএকুশের কৌশল নিয়ে আজ শাহের সঙ্গে বৈঠক, রাজ্যে রদবদলের সম্ভাবনা
Next articleপাওয়ার লিফটিংয়ে দেশকে সোনা কলকাতার কাউন্সিলরের