Sunday, November 16, 2025

‘পুলিশ বাধা দিলে রাস্তায় দেখা হবে’, কাল সিঙ্গুর থেকে নবান্নের পথে বাম- যুবরা

Date:

রাজ্যে কর্মসংস্থান, নতুন শিল্পনির্মাণ, কাজ না পাওয়া পর্যন্ত বেকার ভাতা এবং কম খরচে পড়াশোনার সুযোগের দাবিতে দু’দিনের নবান্ন- অভিযানের ডাক দিয়েছে বামপন্থী যুব ও ছাত্রদের 12টি সংগঠন।
যুব ও ছাত্র সংগঠনের এই কর্মসূচি ছেড়ে দেওয়া হয়েছে তাদের হাতেই। সিপিএমের কোনও প্রথম সারির নেতা সিঙ্গুর বা হাওড়ায় বক্তৃতা করতে যাচ্ছেন না। বাম-যুবনেতারা জানিয়েছেন, সিঙ্গুর থেকে হাওড়া হয়ে নবান্ন পর্যন্ত পদযাত্রার জন্য আবেদন করা সত্ত্বেও হুগলি, হাওড়া বা রাজ্য পুলিশের কোনও সম্মতিও এখনও মেলেনি।তাই পুলিশ-প্রশাসনের অনুমতি ছাড়াই কাল, বৃহস্পতিবার সিঙ্গুর থেকে অভিযান শুরু হবে এবং পুলিশ বাধা দিলে রাস্তায় লড়াই হবে। নেতাদের দাবি, নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে একাধিক বার চিঠি পাঠিয়েছিল তারা। কিন্তু মুখ্যমন্ত্রী বা সরকারের অন্য কারও সময় পাওয়া যায়নি।
নবান্ন অভিযানের আগে রাজ্য জুড়ে চাকরির প্রতীকী আবেদনপত্রে তরুণ-তরুণীদের সই সংগ্রহ করা হয়েছে। সিঙ্গুরে 3 রাত কাটিয়ে স্থানীয় মানুষের সঙ্গে মত বিনিময় এবং সই সংগ্রহ করেছে সিপিএমের যুব সংগঠন DYFI এবং অন্য বাম-যুব সংগঠন। নন্দীগ্রাম এলাকায় এবং পাহাড়ে এই কর্মসূচিতে ভালো সাড়া মিলেছে বলে বাম যুবনেতারা বলেছেন। গোটা রাজ্য থেকে পাওয়া আবেদনপত্র বস্তাবন্দি করে ট্যাবলোয় চাপিয়ে শুক্রবার নবান্নের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। DYFI-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেছেন, ‘‘চিঠি দেওয়া সত্ত্বেও পুলিশ এড়িয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকেও কোনও জবাব আসেনি। বেকারদের সমস্যা নিয়ে কারও মাথাব্যথা নেই! আমরা 12 সেপ্টেম্বর তারিখ সিঙ্গুর থেকে অভিযান শুরু করে 13 তারিখ নবান্নে ‘চার্জশিট’ দিতে যাব। পুলিশ বাধা দিলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”।

Related articles

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...
Exit mobile version