Thursday, January 22, 2026

অলিম্পিকে সোনা জেতাই স্বপ্ন সিন্ধুর

Date:

Share post:

রিও অলিম্পিকে রুপো জিতেছিলেন। এছাড়াও অন্যান্য টুর্ণামেন্টে কখনও রুপো বা কখনও ব্রোঞ্জ জিতেছেন তিনি। কিন্তু অনেকবার ফাইনালে গিয়ে হার স্বীকার করতে হয়েছে তাঁকে। এর জন্য তাঁকে ফাইনাল ফোবিয়ায় আক্রান্ত বলেছেন সমালোচকরা। কথা হচ্ছে পিভি সিন্ধুকে নিয়ে। সকলের সব সমালোচনার জবাব বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দিয়েছেন এই হায়দরাবাদী শাটলার। কিন্তু এখনও একটি সোনা জেতা বাকি। আর সেটা হল, অলিম্পিকে সোনা জেতা আর এই স্বপ্ন জয় করে নিজের ক্যাবিনেটের জায়গা পূরণ করতে চান সিন্ধু।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘যে ক’‌টা ফাইনাল হেরেছি, সেগুলোর আক্ষেপ মিটিয়ে দিয়েছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সোনা। আমার ফাইনাল–ফোবিয়া নিয়ে লোকে অনেক কথা বলেছেন। ঠিক করেছিলাম, জবাব দেব র‌্যাকেটেই। তবে অলিম্পিক আলাদা। রিও অলিম্পিক এবং বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের স্মৃতি একেবারেই অন্য রকমের। অলিম্পিকে সোনার পদকটা এখনও পাইনি। ওটা আমার চাই। আমার বাড়ির ক্যাবিনেটে ওই সোনার পদকটার জন্য জায়গা রাখা আছে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জয় আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।’‌

তবে এখানেই থামেননি এই ‘সোনার মেয়ে’। তাঁর আরও সংযোজন, ‘2016–র রিও অলিম্পিকের আগে আমায় কেউ চিনতেন না। কিন্তু রিও অলিম্পিকের পর সব বদলে গিয়েছে। এবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পর সবাই আমার বিরুদ্ধে খেলায় নতুন কিছু করার চেষ্টা করছে। পরিকল্পনা কষছে। তাই আমাকেও নতুন কিছু শিখতে হচ্ছে। কিম ম্যামের সঙ্গে এখন কাজ করছি। উনি আমার খেলায় কিছু পরিবর্তন এনেছেন। যা নিঃসন্দেহে সাহায্য করেছে। তবে আরও কিছু শিখতে হবে। নেট–প্লে–র ওপর জোর দিতে হবে।’‌

এই মুহূর্তে সিন্ধু বিশ্বের পাঁচ নম্বর শাটলার। র‌্যাঙ্কিংয়ে আরও ওপরের দিকে থাকলে টোকিও অলিম্পিকের ড্র–এ শীর্ষস্থানীয় প্লেয়ারদের সঙ্গে লড়াই এড়াতে পারবেন। তবে সিন্ধু বলছেন যে, সোনা জিততে গেলে তো তাঁকে টপ প্লেয়ারদের হারাতেই হবে। এখন দেখা যাক, সিন্ধুর স্বপ্ন পূরণ হয় কিনা।

আরও পড়ুন-‘থাপ্পড়’ মলিন, শ্রীসন্থ-ভাজ্জি ‘বন্ধুত্ব’ আজ গাঢ়

 

spot_img

Related articles

মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ! ১১ জনকে উদ্ধার ভারতীয় প্রশাসনের

বজবজে মাঝ মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ (Muri Ganga Accident)। দুর্ঘটনাগ্রস্থ জাহাজটির নাম 'এমভি তামজিদ নাসির'। বুধবার বিকেলে...

সরকারের চাপে বিশ্বকাপ বয়কট! চরম ক্ষতির মুখে বাংলাদেশ

কূটনীতির আবেগে গা ভাসিয়ে এবং ভারত বিরোধিতার সুর চড়িয়ে টি২০ বিশ্বকাপ( T20 World Cup )বয়কট করেছে বাংলাদেশ(Bangladesh)। আসন্ন...

SIR শুনানির আতঙ্কে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের, শোকের ছায়া পাঁচলায়

পাঁচলা থানার শাঁকখালি গ্রামে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এলাকা। এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পাওয়ার পর...

ফের SIR আতঙ্কে মৃত ৪! ইটাহারে দেহ নিয়ে উত্তেজনা

বাড়ছে মৃত্যুমিছিল। শুনানির নোটিশ (SIR death) পেয়ে ফের একইদিনে এল চার মৃত্যুর খবর। এঁদের দু’জন আতঙ্কে আত্মহত্যা করেছেন।...