রেফারিদের সমস্ত বকেয়া টাকা মেটাল আইএফএ

রেফারিদের বকেয়া টাকা মেটাল আইএফএ। 31 মার্চ, 2019 পর্যন্ত রেফারিদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে এই বকেয়া টাকা আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় তুলে দেন রেফারি সুকৃতি দত্তের হাতে।

গত চার বছরে রেফারিদের মোট 23 লক্ষ টাকা বকেয়া ছিল। কিন্তু আইএফএ সচিব পদে জয়দীপ মুখোপাধ্যায় বহাল হওয়ার পর তা অনেকটাই মেটানো হয়েছে। বাকি ছিল 12 লক্ষ টাকা। সেই টাকাও এবার শোধ করে দেওয়া হল।

আরও পড়ুন – ভারতে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ শুরু 2 নভেম্বর

এই বিষয়ে আইএফএ সচিব বলেন, ‘রেফারিরা খুব অল্প টাকায় কাজ করে। তারপর সিদ্ধান্তে কোনও ভুল হলে চরম পরিণতি হচ্ছে আজকাল। তাই তাদের পাওনা টাকা দিতে পেরে খুব ভাল লাগছে।’ এর পাশাপাশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘রেফারিদের বকেয়া টাকা মেটানোর জন্য জয়দীপ সহ আইএফএ-কে ধন্যবাদ। সিআরএ চাইলে আমি রেফারিদের জন্য ওয়ার্কশপের ব্যবস্থা করতে পারি।’ এমনকি বাংলার ফুটবলের পাশে রাজ্য সরকার আছে, এমনটাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন – বাগানের হয়ে সই করলেন দুই নয়া বিদেশি

Previous articleপুজোর গানের অ্যালবাম “ভালোবেসে” শুনুন, ফাটিয়ে দিয়েছে
Next articleএকমাস সময় চাইলেন রাজীব কুমার, নারাজ সিবিআই