Sunday, May 18, 2025

সৌরভকে বিচারপতি জৈনের পাঠানো চিঠি নিয়েই ধোঁয়াশা

Date:

Share post:

স্বার্থ-সংঘাত ইস্যুতে বিসিসিআই-এর এথিক্স অফিসারের তরফে প্রাক্তন জাতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাঠানো নির্দেশ নিয়ে জলঘোলা চলছেই। বিচারপতি ডিকে জৈনের পাঠানো চিঠি পুরনো, সাফ বলে দিচ্ছেন সৌরভ। অন্যদিকে এক সর্বভারতীয় সংবাদসংস্থা চিঠিটি ফাঁস করেছে। তাদের প্রচার অনুযায়ী, বিচারপতি জৈন সম্প্রতি চিঠিটি ভারতীয় বোর্ডকে দিয়েছেন এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, সৌরভ যেন একসঙ্গে দু’টি পদে না থাকেন।

সৌরভের কথায় যুক্তি রয়েছে।

আরও পড়ুন – এবার টেস্টেও ওপেন করুক রোহিত, পরামর্শ সৌরভের

প্রথমত, সৌরভের মতে, ‘প্রিন্স অব ক্যালকাটা’ এই মুহূর্তে ‘সিএবি সভাপতি’ হিসেবে একটিমাত্র পদেই আসীন। তাঁর সঙ্গে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলটির চুক্তি শেষ হয়ে গিয়েছে। ফলে আইপিএল-এর প্রেক্ষিতে স্বার্থ-সংঘাতের কোনও প্রশ্নই উঠতে পারে না। গত মে মাসেই এই চুক্তি শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তবে আগামী বছর ফের দিল্লির ডাগআউটে মহারাজ বসবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না। দিল্লির দলটি নিশ্চিত ভাবেই সৌরভকে চাইবে। ততদিনে বোর্ডেও হয়তো আমূল বদল ঘটবে। কারণ আগামী মাসেই ভারতীয় ক্রিকেট বোর্ডে নির্বাচন হয়ে যাবে। সিওএ-র শাসনকাল হয়তো শেষ করে ক্রিকেট কর্তারাই ফের ক্ষমতায় আসবেন। তখন এই স্বার্থ-সংঘাত ইস্যু কোথায় গিয়ে পৌঁছবে এবং কতটা পাত্তা দেওয়া হবে, তা তখনই জানা যাবে।

দ্বিতীয়ত, বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি থেকে সৌরভ আদৌ পদত্যাগ করেছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেই প্রেক্ষিতে সৌরভর সাফ কথা, “আমি যদি ওই পদ থেকে পদত্যাগ না করি, তাহলে নতুন কমিটি তৈরি হল কীভাবে ? নতুন কোচ বাছাই করলেন নবাগতরা। তা-ই বা কী ভাবে সম্ভব হল ?” সৌরভের এই যুক্তিকে সমর্থন করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ফলে বোর্ডের এথিক্স অফিসার বিচারপতি ডি কে জৈনের চিঠি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্রিকেটমহলের একাংশ বলছেন, চিঠিটি পুরনোই হবে। এতকিছু জানার পরেও বিচারপতি জৈন কি এখন এই চিঠি পাঠিয়ে বসবেন!

আরও পড়ুন – মহারাজের ঢাকের তালে হল ‘কলকাতাশ্রী’-র উদ্বোধন

spot_img

Related articles

হায়দরাবাদের চারমিনারের সামনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন!

রবিবাসরীয় সকালে হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire near Hyderabads Charminar)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি...

কলকাতার রানিকুঠিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, রানিদিঘি থেকে উদ্ধার দেহ!

রবিবাসরীয় সকালে কলকাতার রানিকুঠি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিক দে (Avik Dey),...

মৌসুমী বায়ু- ঘূর্ণাবর্তের জোড়া ইনিংস, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির দুর্যোগ জেলায় জেলায় 

কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর কয়েক পশলা বৃষ্টিতে শনিবার রাত থেকে তাপমাত্রার পারদ সামান্য কমেছে। রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের (South...

‘৭ – ৩৮ – ৫৫’, উৎপল সিনহার কলম 

মনের নাম মধুমতী আর চোখের নাম আয়না আমি দুহাতে চোখ ঢেকে রাখি মন যেন জানা যায় না ...চোখ দেখলেই নাকি মনের ভাব...