বাজার ধরতে এবার মেলা করবে কেন্দ্র

রপ্তানির বাজার বাড়াতে এবার মেলা বসাতে চায় কেন্দ্রীয় সরকার। অর্থনীতির হাল ফেরাতে একগুচ্ছ ঘোষণার পাশাপাশি শিল্পজাত পণ্য রপ্তানির বাজার বাড়ানোর উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পয়লা জানুয়ারি থেকে রপ্তানি শুল্ক হ্রাস করবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ভারতীয় পণ্যের বাজার বাড়াতে সরকারি উদ্যোগে বিদেশে মেলা করা হবে। কেন্দ্র ঠিক করেছে, দুবাই মেগা শপিং ফেস্টিভ্যালের মত বড় মেলা করা হবে। আগামী বছর মার্চের মধ্যে বিভিন্ন দেশে চারটি মেগা শপিং ফেস্টিভ্যাল করবে ভারত সরকার। মেলার মাধ্যমে রপ্তানির বাজারকে চাঙ্গা করার সঙ্গে সঙ্গে রপ্তানিতে করছাড়, সুলভ ঋণ ও বিমা ভরতুকিও থাকছে।

আরও পড়ুন-ছাত্রযুব মিছিলে পুলিশের লাঠির গল্প নতুন নাকি? কুণাল ঘোষের কলম

 

 

Previous articleরেনবোর বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ভিকুনার ছেলেরা
Next article9/11 বর্ষপূর্তিতে 9টা 11মিনিটে জন্ম নিল 9 পাউন্ড 11 আউন্সের শিশু