রাজীব কুমারকে পেতে আজ থেকেই ‘অ্যাকশনে’ নামতে পারে CBI

CBI-এর সতর্ক পদক্ষেপ। রাজীব-ইস্যুতে আইনের কোনও ফাঁকই তারা রাখতে চাইছেনা। রবিবারই রাজীবকে ফের নোটিশ পাঠিয়ে সোমবার CGO-তে আসতে বলা হয়েছে।
আজ, সোমবার CBI আধিকারিকরা সকাল থেকেই তৈরি আছেন রাজীব কুমারকে জেরা করার জন্য। রাজীব এলেই শুরু হবে জিজ্ঞাসাবাদ পর্ব।

বিকল্প পথও তৈরি। আছ রাজীব কুমার নির্দিষ্ট সময়ের মধ্যে CGO-না এলে CBI আদালতের দ্বারস্থ হয়ে রাজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে। আজ থেকেই রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নেওয়ার ‘অ্যাকশন’-এ CBI নামতে চাইছে। ওদিকে,
রাজীবকে হেফাজতে নিতে যে কোনও বিরূপ কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি CBI দফতর। ইতিমধ্যেই যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবের কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানো হয়েছে। CBI সূত্রের খবর, আজ ফের নবান্ন যাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই আধিকারিক। রাজীবের গতিবিধি জানতে মুখ্যসচিব এ স্বরাষ্ট্রসচিবকে চিঠি দেবেন তাঁরা।