গান্ধিগিরিতে নামল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। নবান্ন অভিযানে ছাত্র-যুবদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে সোমবার ফালাকাটা থানার পুলিশকে লাল গোলাপ ও আলতা দিয়ে ধন্যবাদ জানাল এসএফআই ও ডিওয়াইএফআইয়ের ফালাকাটা 2 নম্বর লোকাল কমিটি। সোমবার সন্ধ্যায় ফালাকাটার আইসির টেবিলে গোলাপ ফুল ও লাল আলতা জমা দিয়ে আসেন ওই দুই সংগঠনের সদস্যরা।
