Tuesday, November 4, 2025

আ মরি কচি খোকা !!

Date:

Share post:

জাহির রায়হান

একসময় সংস্কৃতি করার শখ জেগেছিল প্রাণে। দলও ছিল একটা, ‘নান্দনিক’। শনিবার শনিবার হতো অনুশীলন। তো এমনই এক দিনে, এক দাদার গানের খাতায় লেখা দেখলাম, সারে জাঁহা সে আচ্ছা, হিন্দু সীতা হামারা! তাকে এটা বোঝাতে বেগ পেতে হয়েছিল যে ওটা হিন্দু সীতা নয়, শব্দটা আসলে হিন্দুস্থান। আমি জাতে ভাই সাহেব, আর সে ছিল ব্রাহ্মণ। কাজেই অনেক ধানাই পানাইয়ের পর সে মেনে নিয়েছিল আমার কথা।

দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হিন্দু’র সাথে হিন্দী, না হিন্দী’র সাথে হিন্দু শব্দের মিল পেয়ে এমন বালখিল্য আচরণ করছেন, তা আমার জানা নেই। তবে সাত সকালে এই হিন্দী হিন্দী খেলা দেখে আমার ওই ‘হিন্দু সীতা’ আর ‘হিন্দুস্থান’ এর গল্পটি মনে পড়েছিল হঠাৎই।

হিন্দী আমাদের রাষ্ট্র ভাষা নয়, এটা সবাই বলছেন জোরগলায়। আমি জানতে চাই, রাষ্ট্র ভাষা হিসেবে কোন ভাষাই কি আমাদের দেশে স্বীকৃত রয়েছে? সম্ভবত নেই। তবে এখন দেশ জুড়ে, ‘এক দেশ এক জাতি, তাই নিয়ে মাতামাতি’ পর্যায় চলছে। এর গেরোয় পড়ে কোন একটি ভাষা’কে যদি রাষ্ট্রীয় ভাষা’র মর্যাদা দিতেই হয়, তাহলে কার নাম প্রথমেই আসা উচিত? সেটা বাংলা, নাহ আর কোন কথাই চলবে না এ ব্যাপারে।

লম্ফঝম্প কারীদের মাথায় রাখা দরকার, যে ভারতের হর্তা কর্তা বিধাতা হয়ে বসে, কাজ ছেড়ে অকাজ নিয়ে তাঁরা মত্ত, সেই ভারতকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার অগ্রণী পথিক বাঙালিরাই। গুজরাটি বা অন্যেরা বহুযোজন পিছিয়ে এব্যাপারে। দেশের দু’দুটি জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় রচিত৷ ভারত নামক এই দেশটির প্রথম রাজধানী ছিল এই বাংলাতেই। হ্যাঁ, গুটখা খেতে, এবং মাথায় তিলক কেটে বাহুবল প্রদর্শন করতে বাঙালি শেখেনি, সেটা তার দরকারও পড়ে না। কাজেই যদি এদেশের রাষ্ট্র ভাষা হিসেবে কাউকে স্বীকৃতি দিতেই হয়, সেটা একমাত্র ‘বাংলা’, অন্য কোনও ভাষা নয়।

আর যদি মুখের ভাষা জোরপূর্বক কেড়ে নিতে চান, তাহলে কি হবে সেটাও একটু ইতিহাস পড়ে জেনে নেবেন না হয়। পৃথিবী’র ইতিহাসে নিজের ভাষা’কে অন্যের কবল থেকে বাঁচাতে বাঙালিরাই একদিন শুরু করেছিল ভাষা আন্দোলন, প্রয়োজনে আবার করবে। কৃষ্টি সংস্কৃতি বাঁচাতে বাঙালি কোনদিন ভয় পায়নি, পাবেও না ভবিষ্যতে। শুধু এই কথা টুকুই মাথায় রাখবেন, বাকি যা খুশি করুন।।

আরও পড়ুন-ভাষা বিতর্কে এবার সরব রজনীকান্ত

 

spot_img

Related articles

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...

শতবর্ষে ঋত্বিক, কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

শতবর্ষে বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক ঘটক(Ritwik Ghatak)। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের...