ভাষা বিতর্কে এবার সরব রজনীকান্ত

ভাষা বিতর্কে এবার সরব তামিল সুপারস্টার রজনীকান্ত। হিন্দিকে রাষ্ট্রভাষা করার বিষয়ে অমিত শাহের মন্তব্যের বিরোধিতায় সরব থালাইভা। গত শনিবার হিন্দি দিবস উপলক্ষে বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক দেশ, এক ভাষার পক্ষে সওয়াল করেন। হিন্দিকেই রাষ্ট্রভাষা হিসেবে চিহ্নিত করেন তিনি। এরপরই গর্জে ওঠে বিরোধীরা। বিরোধিতা করে দক্ষিণ ভারতের রাজ্যগুলিও।
এবিষয়ে রজনীকান্তের মতে, এক ভাষা দেশের পক্ষে ভালো। কিন্তু ভারতের মত নান ভাষা, নানা মতের দেশে তা সম্ভব নয়। তিনি স্পষ্ট জানান, জোর করে হিন্দি চাপাতে গেলে, শুধু তামিলনাড়ুই নয়, দক্ষিণের কোনও রাজ্যই এটা মেনে নেবে না। কয়েকদিন দিন আগেই অমিত শাহের নাম না-করে আরেক সুপারস্টার কমল হাসান জানান, সব ভাষাকেই দেশবাসী শ্রদ্ধা করে। কিন্তু মাতৃভাষা, যেটা আছে, সেটাই থাকবে।’

আরও পড়ুন-মোদিকে আমন্ত্রণ মমতার

 

Previous articleমোদিকে আমন্ত্রণ মমতার
Next articleপ্রথম রাউন্ডেই চায়না ওপেনে ধাক্কা খেলেন সাইনা