মোবাইলে ব্যস্ত চালক, মালদায় বাস উল্টে জখম 45

বাস চালাতে চালাতে মোবাইলে কথা বলতে ব্যস্ত ছিলেন চালক। আর তাতেই ঘটে গেল বিপত্তি. ঘটনাস্থল মালদহ। বৃহস্পতিবার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল মালদহ-নালাগোলা রাজ্য সড়কে। যদিও দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই সূত্রের খবর।
আহত প্রায় 45 জন। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মালদার হবিবপুর থানার হুড়াবাড়ি এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়কে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসের যাত্রীদের অভিযোগ, মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন বাসচালক। সেই কারণেই এই বিপত্তি। এমনকি যাত্রীদের অভিযোগ, যাত্রী তোলার জন্য অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিলেন বাসচালক। যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল বাসটি। সব মিলিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে।

Previous articleপার্ক স্ট্রিটে নাটক, সটান আবাসনে সিবিআই ঢুকতেই সক্রিয় পুলিশ
Next articleএন আর সি নিয়ে হয়রানি বন্ধ হোক, অমিতকে বললেন মমতা