ফের ভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিল মুম্বই এর আবহাওয়া দফতর। আগামী 48 ঘণ্টায় প্রবল বর্ষণের সম্ভাবনা মুম্বইতে।এরপরই সতর্কতা হিসেবে সমস্ত স্কুল-কলেজ ছুটি ঘোষণা করে দিল প্রশাসন।মুম্বইয়ের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আবহাওয়া দফতরের পূর্বাভাস পাওয়ার পরই মুম্বই, থানে এলাকার স্কুলগুলিতে আমরা ছুটি ঘোষণা করেছি। আসলে বুধবার রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে মুম্বইয়ে। আগামী 48 ঘন্টা এই বৃষ্টি বাড়বে বই কমবে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। দিন কয়েক আগেই প্রবল বৃষ্টির জেরে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল মুম্বইতে। স্তব্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। তাই এবার বাড়তি সতর্ক প্রশাসন।

আরও পড়ুন-বায়ুসেনার বিমানে সামরিক পোশাকে রাজনাথ
