এনআরসি তালিকায় বাদ 1 লক্ষ গোর্খার নাম, সুপ্রিম কোর্টে যাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা

অসমে এনআরসি তালিকা প্রকাশের পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না।প্রথম তালিকা 40 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। এরপর দেখা দিয়েছে 19 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এনআরসি তালিকা থেকে। এর মধ্যে হিন্দুর সংখ্যা যেমন 12 লক্ষ, তেমন গোর্খাদের সংখ্যা প্রায় 1 লক্ষ।গোর্খাদের নাম বাদ যাওয়ার পরেই সুপ্রিম কোর্টে যাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা। এমনকি ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করছেন তারা। গোর্খাদের একজোট করতে ময়দানে নেমেছে ভারতীয় নাগরিক সুরক্ষা মঞ্চ নামের একটি সংগঠন।বিনয় তামাং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেবেন তারা। এমনকি তারা সাক্ষাৎ করতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। জানা গেছে দুর্গাপুজোর পর তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চা একজোট হয়ে এর বিরুদ্ধে প্রচার চালাবে।

Previous articleফের ভারী বৃষ্টির পূর্বাভাস মুম্বইতে, স্কুল-কলেজে ছুটি ঘোষণা করল প্রশাসন
Next articleফের নির্বাচনে পাখির চোখ ‘প্রার্থী’ আজহারের