শতবর্ষে জহর রায়

বাংলা সিনেমার স্বর্ণযুগে কিংবদন্তী কৌতুকাভিনেতা হিসেবে যাঁদের স্থান শীর্ষে, তাঁদের অন্যতম অভিনেতা জহর রায়। জন্ম 19 সেপ্টেম্বর 1919।

জহর রায় খুব সহজপথে চলচ্চিত্রে আসেননি। প্রথম জীবনে প্রুফ রিডিং করেছেন, চালিয়েছেন দর্জির দোকানও। এই ধরনের বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে চালিয়ে যান অভিনয়চর্চা। পরে কলকাতায় এসে অভিনয় জগতের সঙ্গে যুক্ত হন। এ বছর তাঁর জন্মশতবর্ষ। গত 19 সেপ্টেম্বর শৈলিক নাট্যসংস্থা কলেজ স্কোয়ার সংলগ্ন পটুয়াতলা লেনে প্রয়াত কৌতুকাভিনেতার স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। শৈলিক নাট্যসংস্থার কুড়ি বছর পূর্তিতে, জহর রায় স্মরণে আগামী 27 সেপ্টেম্বর অ্যাকাডেমি-তে এক নাট্যানুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

আরও পড়ুন – এ আর রহমানের অফিস থেকে রানুর কাছে ফোন

Previous articleএখনও জ্বলছে আগুন, হলদিয়া পেট্রকেমে বন্ধ উৎপাদন
Next articleপ্রথম রাফাল পেল ভারত