বাধা নেই ‘গুমনামী’-র মুক্তিতে

বহু বিতর্কিত ছবি ‘গুমনামী’-র মুক্তিতে আর বাধা রইল না। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিটিকে ক্লিনচিট দিল কলকাতা হাইকোর্ট। বুধবার, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এই রায় দেন। ছবি মুক্তিতে স্থাগিতাদেশের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন ফরওয়ার্ড ব্লক নেতা দেবব্রত রায়। এদিন, আবেদন প্রসঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, যখন নেতাজি কীভাবে মারা গিয়েছিলেন, সেই ইতিহাস স্পষ্ট নয়, তখন তথ্য বিকৃতির অভিযোগ কীভাবে বলা যাবে? পাশাপাশি, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ জানায়, সেন্সর বোর্ডও ছাড়পত্র দিয়েছে ছবিটিকে। মামলাকারীর বিষয়টি নিয়ে আগ্রহ থাকলেও, এর সঙ্গে জনস্বার্থের কোনও যোগ নেই।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী’ ছবি নিয়ে প্রথম থেকে বিতর্ক দেখা দিয়েছে। দেবব্রত রায় তাঁর অভিযোগে জানান, নেতাজির অন্তর্ধান নিয়ে ধোঁয়াশা রয়েছে। গুমনামী বাবা যে ‘নেতাজি’ সেটা মুখার্জি কমিশনও বলেনি। সরকারও সেই প্রমাণ দিতে পারেনি। সেখানে এই ছবির বিষয়বস্তু বিভ্রান্তিকর। নেতাজির সঙ্গে ভারতবাসীর আবেগ জড়িত। ‘গুমনামী’ নিয়ে এই দাবি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে, নির্দিষ্ট দিনে ছবি মুক্তিতে আপাতত আর কোনও বাধা রইল না।

আরও পড়ুন-অভিষেক হাল ধরার যোগ্য হয়ে উঠছে, কুণাল ঘোষের কলম

 

Previous articleঅভিষেক হাল ধরার যোগ্য হয়ে উঠছে, কুণাল ঘোষের কলম
Next articleরুদ্ধদ্বার আদালতে শুরু রাজীব মামলার শুনানি