নাসার যানের তোলা ছবিতেও দেখা মিলল না বিক্রমের

নাসার যানের তোলা ছবিতেও দেখা মিলল না বিক্রমের। নাসার যানের ছবি গুলিতে বেশ কয়েকটি চাঁদের গহ্ববরের ছবি দেখা গিয়েছে। কিন্তু তাতে কোথাও দেখা মেলেনি বিক্রমের। চন্দ্রপৃষ্ঠে যেখানে বিক্রমের অবতরণ করার কথা ছিল বৃহস্পতিবার রাতে সেখানকার ছবি প্রকাশ করেছে নাসা। গত ১৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুর ওপর দিয়ে উড়ে যাওয়ায় সময় এই ছবি তুলেছিল নাসার যান লুনার রিকনিসেন্স অরবিটার। কিন্তু সেই ছবিতে কোথাও দেখা মেলেনি বিক্রমের।

প্রসঙ্গত, চন্দ্রযান-২-এর সফট ল্যান্ডিংয়ের কথা ছিল৷ কিন্তু তা হয়নি৷ নামার কিছু মুহূর্ত আগে চাঁদের মাটিতে জোরালোভাবে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম৷ ৭ই সেপ্টেম্বর সফট ল্যান্ডিং হলে, সফল হত ভারতের লুনার মিশন চন্দ্রায়ন ২৷ তবে দুর্ভাগ্যবশত তা হয়নি৷ এমনই তথ্য দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷

আরও পড়ুন-হাইকোর্টে এখনও চলছে রাজীব কুমারের আগাম জামিনের মামলার শুনানি