বাংলায় এনআরসির নামে রাজনীতি হচ্ছে, রাজ্যপালকে নালিশ কংগ্রেসের প্রতিনিধি দলের

ভোটার তালিকা যাচাই ও ডিজিটাল রেশন কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হতে রাজ্যজুড়ে এনআরসি আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ভয়ে আত্মহত্যা করেছেন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে দেখা করল কংগ্রেসের একটি প্রতিনিধি দল।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর নেতৃত্বাধীন ওই দলটি শুক্রবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, ভৌগলিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে যে এরাজ্যে এনআরসি নিষ্প্রয়োজন সে কথা রাজ্যপালকে জানানো হয়েছে। বাংলায় এনআরসির নামে আসলে রাজনীতি চলছে বলে দাবি করেন সোমেন মিত্ররা।

আতও পড়ুন – রবিবার থেকে বাস চলাচল বন্ধ টালা ব্রিজে0

Previous articleশনিবার সিএবির বার্ষিক সাধারণ সভা
Next articleমুকুলকে গ্রেফতারের দাবি, কোর্টে বিস্ফোরক কুণাল