বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা গতকাল অর্থাৎ শুক্রবারই কলকাতায় এসেছেন। আজ, শনিবার মহালয়ার দিন কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে ,মাল্যদানের পর বাগবাজার ঘাটে দলীয় সদস্যদের সঙ্গে নিয়ে তর্পণ সেরেছেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। বিজেপির এই তর্পণকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একাংশ মনে করছেন এই “শহীদ তর্পণ কর্মসূচির” মধ্যে দিয়ে রাজ্যের শাসক দলের কাছে কড়া বার্তাই পৌঁছে দিতে চাইল রাজ্য বিজেপি।

এদিন তর্পণ সেরেই তৃণমূলকে কটাক্ষ করেছেন জেপি নাড্ডা। শাসকদলকে খোঁচা দিয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। কোনও আইন-কানুনই আর নেই। রক্ষকই ভক্ষক হয়ে উঠেছে। প্রজাতন্তের গলা টিপে শেষ করে দেওয়া হচ্ছে।” এদিন তৃণমূলকেও কড়া ভাষায় বিঁধেছেন নাড্ডা। রাজ্যবাসীকে দেওয়ার মতো তাঁর কাছে আর কিছু নেই বলেই দাবি জেপি নাড্ডার।

নাড্ডা আরও বলেন, “রাজ্যে ন্যায় নেই, পুলিশ এখানে নিরব দর্শক। মৃত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। তাঁরা আমায় বলেছে, এখনও কোনও অভিযোগই নেয়নি পুলিশ। দোষীরা ঘুরে বেরাচ্ছে বহাল তবিয়তে।”

আরও পড়ুন-ইমরানকে কড়া জবাবে তুলোধনা বঙ্গতনয়ার