ইমরানকে কড়া জবাবে তুলোধনা বঙ্গতনয়ার

ইমরানকে কড়া জবাবে তুলোধনা করলেন ভারতের বিদেশমন্ত্রকের সচিব বিদিশা মৈত্র। পাক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় যে বক্তৃতা রেখেছেন, তাতে ‘পরমাণু অস্ত্র’,‘সাম্প্রদায়িক হিংসা’,‘অস্ত্র তুলে নেওয়ার হুমকি’,‘রক্তগঙ্গা’ এই সমস্ত শব্দ উল্লেখ করেন। ইমরানের বক্তৃতার পর ভারতের বিদেশমন্ত্রকের সচিব বিদিশা মৈত্রের কটাক্ষ,একবিংশ শতাব্দীতে যেন মধ্যযুগীয় বক্তৃতা শোনা গেল ইমরানের কাছ থেকে। কূটনৈতিক বিষয়ে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়।

রাষ্ট্রসঙ্ঘে বারংবার উস্কানিমূলক মন্তব্য করতে দেখা যায় পাক প্রধানমন্ত্রীকে। পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে ইমরান বলেন, যদি দুই দেশ চিরাচরিত যুদ্ধে যায়, তা হলে ক্ষতি হবে বিশ্বেরই। ভারতের সঙ্গে লড়তে গেলে তারা জান লড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দেন ইমরান খান। প্রতিবেশী দেশের থেক ৭ গুন ছোটো দেশ পাকিস্তান। মৃত্যুর আগে পর্যন্ত স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাবে পাকিস্তান। কিন্তু কীসের স্বাধীনতা? তা স্পষ্ট নয় ইমরান খানের কথায়।

আরও পড়ুন – সন্ত্রাস রুখতে ঐক্যের ডাক,’সবকা সাথ’ শ্লোগান মোদির মুখে

Previous articleসিবিআই-এর ডাকে সাড়া দিয়ে অবশেষে নিজাম প্যালেসে মুকুল রায়
Next articleধর্মের দোহাই দিয়ে আর পশুবলি দেওয়া যাবে না, ঐতিহাসিক রায় ত্রিপুরা হাই কোর্টের