ভোর থেকে কড়া নিরাপত্তায় গঙ্গার ঘাটগুলিতে চলছে পিতৃ তর্পণ

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। মহালয়ার ভোর থেকে প্রতিবছরই গঙ্গার ঘাটে তর্পণ করতে বিপুল সমাগম ঘটে। এ বছরও তার ব্যতিক্রম নয়। ভোর থেকে হাজারো মানুষ গঙ্গার ঘাটগুলিতে তর্পণ করছেন। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাই এই তর্পণ উপলক্ষে এবারও ঘাটগুলিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করছে কলকাতা পুলিশ।

ঘাটগুলিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা ডিএমজি’র ডুবরি মোতায়েন রাখা হয়েছে। গঙ্গায় টহলদারি চালাচ্ছে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ। পাশাপাশি মাঝ গঙ্গায় মোতায়ন রাখা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের।

এদিকে, যানজট ঠেকাতে কলকাতা ট্রাফিক পুলিশ যান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত স্ট্র্যান্ড রোড ও সেন্ট জাজেস গেট রোডে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি। পাশাপাশি বিটি রোড, শোভাবাজার স্ট্রিট, খগেন চ্যাটার্জি রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্যাভিনিউ, কাশীপুর রোড, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডের মতো রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Previous articleএ কী দেখলাম, টাকি বয়েজকে স্যালুট। কুণাল ঘোষের কলম
Next articleফের অশান্ত জম্মু-কাশ্মীর, সেনা জঙ্গি গুলির লড়াই