শনিবারের পর রবিবারও কি মুকুল রায়কে নারদ তদন্তে তলব করেছে সিবিআই? একটি সূত্রে খবর, আজ ফের যেতে পারেন মুকুল। তাঁর শনিবারের বয়ান থেকে সন্তুষ্ট নন তদন্তকারীরা। ধৃত আইপিএস মির্জার বয়ানের সঙ্গে তাঁর কথার অসঙ্গতি থাকছে। এতে মুকুলের বিপদ বাড়ার ইঙ্গিত আছে। তবে মুকুল আজ যাবেন কিনা এখনও নিশ্চিত নয়।
