কোর্টে মুকুলের অস্বস্তি বাড়িয়ে জেলে গেলেন মির্জা

নারদা কাণ্ডে 14 দিনের জেল হেফাজত হলো আইপিএস এসএমএইচ মির্জার। এদিন ব্যাঙ্কশাল আদালতে থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় মির্জাকে। কিন্তু তার আগে তিনি বোমা ফাটিয়ে গেলেন। বলে গেলেন, মুকুল রায়কে তিন টাকা দিয়েছেন। একই সঙ্গে জানিয়ে দিলেন, আইন আইনের পথে চলবে। অন্তত এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন না মির্জা। তবে তাকে যে ফাঁসিয়েছে, সে এখনও জেলের বাইরে ঘোরাফেরা করছেন।

এদিন তিনি আরও বলেন, তাঁর সহকর্মী এবং পরিচিতরা জানেন তিনি কেমন প্রকৃতির মানুষ। মির্জার আইনজীবী জ্যোতিপ্রকাশ চ্যাটার্জি জানান, তার মক্কেল জেল খাটবে আর এই মামলার পয়লা নম্বর অভিযুক্ত বাইরে থাকবে সেটা হতে পারে না। তিনি আদালতকে সম্মান দিয়েই এই মামলার সঠিক তদন্ত দাবি করেছেন।

আরও পড়ুন-টালা ব্রিজ দিয়ে বাস চালাতে চায় রাজ্য, আপত্তি রাইটসের