বিশ্বকাপ চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন যুবরাজ সিং। সম্প্রতি তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কিন্তু এবার তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন। তাও আবার টেনিস সুন্দরী সানিয়া ্মির্জার কাছে। যুবি সম্প্রতি তাঁর লুক বদলে ফেলেছেন। আর সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় সানিয়া তাঁকে বেজায় ট্রোল করেছেন।

আরও পড়ুন – ঋষভ ভারতীয় দলের লম্বা দৌড়ের ঘোড়া, বললেন মহারাজ

দাড়ি কেটে ফেলে একেবারে ‘ক্লিন শেভড” হয়েছেন যুবি। আর সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নিউ লুক! চিকনা চামেলা! নাকি দাড়ি আবার ফিরিয়ে আনব।’ আর যুবির ইন্সটাগ্রামে সেই ছবি ন্দেখে তাঁকে ট্রোলড করেছেন শোয়েব পত্নী।

সানিয়া সেই ছবিতে কমেন্ট করে লিখেছেন, ‘চিবুকের নিচের চামড়া ঢেকে রাখার জন্যই কি তুমি পাউট করেছে? আবার দাড়ি রাখতে পার।’ এভাবেই পাঞ্জাব মুন্ডাকে ট্রোল করেছেন সানিয়া।

আরও পড়ুন – ধোনির পাশে দাঁড়ালেন যুবরাজ
