পুজোর মুখে ফ্যান্সি মার্কেটে অগ্নিকাণ্ড

ফের রাতের কলকাতায় অগ্নিকাণ্ড। পুজোর মুখে খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে আগুন লাগে। দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। মার্কেটের সবচেয়ে উপরের তল অর্থাৎ পাঁচতলার একটি রেস্তোরাঁয় প্রথমে আগুন লাগে।  পরে সেটি ছড়িয়ে পড়ে।

  1. পুজোর আগে শেষ মুহূর্তের কেনাকাটায় সেই সময় ফ্যান্সি মার্কেটে যথেষ্ট ভিড় ছিল। হঠাৎ আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন ক্রেতারা। বেরনোর জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুটি ইঞ্জিন যায়। সাতটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেন ফিরহাদ হাকিম। কি কারণেই অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Previous articleদায়িত্ব নিলেন রাজ্যের নতুন মুখ্যসচিব রাজীব সিনহা
Next articleব্রেকফাস্ট নিউজ