বাংলায় শ্যামাপ্রসাদ কার্ড খেললেন অমিত শাহ

বাংলায় এসেই এনআরসি নিয়ে সুর চড়ানোর পাশাপাশি, শ্যামাপ্রসাদের সেন্টিমেন্ট কাজে লাগতে চাইলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গ টেনে অমিত বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সার্থক হয়েছে। এমনকী, শ্যামাপ্রসাদ না থাকলে পশ্চিমবঙ্গও পূর্ব পাকিস্তানে চলে যেত বলে এদিন দাবি করেন অমিত শাহ। কাশ্মীরে ৩৭০ বিলুপ্ত হওযার পর থেকেই একে শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ বলে দাবি করে বিজেপি। ইনডোর স্টেডিয়ামে সব নেতা, কর্মীদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেওয়ান বিজেপির সর্বভারতীয় সভাপতি। বাংলায় এসে বিজেপি বাঙালী সেন্টিমেন্ট কাজে লাগিয়ে নিজেদের পালে হাওয়া টানতে চাইছে বলে মত বিরোধীদের।

আরও পড়ুন – তৃণমূল বিরোধিতা করেও নাগরিকত্ব বিল আটকাতে পারবে না: অমিত শাহ

Previous articleরূপনারায়ণে নৌকাডুবির ঘটনায় ধৃত 2
Next articleকতখানি স্বস্তি পেলেন রাজীব কুমার? আদৌ স্বস্তি পেলেন ?