এনআরসির প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন একাধিক বাম নেতা-কর্মী। তাঁদের মধ্যে সিপিএমের উত্তর ২৪ পরগনার ভারপ্রাপ্ত সম্পাদক পলাশ দাসও রয়েছেন। তাঁদের বাগুইআটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার একাধিক কর্মসূচি নিয়ে শহরে এসেছেন অমিত শাহ। নেতাজি ইন্ডোরে দলীয় কর্মসূচিতে যোগদান করেছেন, তিনি। পাশাপাশি, সন্ধ্যায় সল্টলেকের একটি পুজো উদ্বোধন কুরবেন তিনি।

আরও পড়ুন-‘অনুপ্রবেশকারীদের স্থান নেই বাংলায়’, পদ্মশিবিরে গিয়েই সরব সব্যসাচী
