পুজো গবেষক বিদেশি হাজির সিপিএমের বুকস্টলে

দুর্গাপুজো সত্যিই দেশ-কালের গণ্ডি মানে না। দশভুজা যে সবাইকেই আকর্ষণ করেন, তার হাতে গরম প্রমাণ মিলল যাদবপুরের সিপিআইএমের বুক স্টলে। ষষ্ঠীর দুপুরে সেখানে হাজির জেসিকা আর ইয়ান। সঙ্গে তাঁদের পরিবারও। কে তাঁরা? কেনই বা হাজির হলেন দুর্গাপুজো উপলক্ষ্যে তৈরি হওয়া বুকস্টলে? কারণ, বই আর পুজো দুটোই জেসিকা আর ইয়ানের কমন ইন্টারেস্ট। জেসিকা রিসার্চ করছেন পুরনো সোভিয়েত ইউনিয়নের প্রকাশনা নিয়ে। আর ইয়ানের গবেষণার বিষয়ে সবচেয়ে আকর্ষণীয়, দুর্গাপুজোর বিবর্তন। সেই কারণেই কলকাতার পুজো দেখতে হাজির তিনি।

পুজো আর বই-এই দুইয়ের আকর্ষণেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন সিপিআইএমের বইযের স্টলে। সঙ্গে ছিলেন তাঁদের আত্মীয়রাও। ওঁরা কোথাও শুনেছিলেন এই স্টলের কথা। জেনেছিলেন এখানে পাওয়া যেতে পারে সাবেক সোভিয়েত প্রকাশনার বই। স্টলে উপস্থিত সুদীপ সেনগুপ্ত সহ অন্যান্যদের সঙ্গে আলাপ জমান জেসিকা, ইয়ান। কয়েকটি বই প্রাপ্তিও হয় দুই বিদেশির। শারদোৎসবের পরে আবার যোগাযোগ করার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেন ইয়ানরা, যাঁদের কৌতুহলের বিষয়ে দশভুজা, দুর্গতিনাশিনী।

আরও পড়ুন-রাজ্যবাসীকে এসএমএসে শারদ শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর