Thursday, November 13, 2025

প্রায় এক বছর পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর ফিরে এসেই একাই ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের শিরদাঁড়া। একা হাতে তুলে নিয়েছেন সাতটি উইকেট। শুক্রবার নিয়েছিলেন পাঁচটি উইকেট আর আজ, শনিবার নিয়েছেন আরও দুটি। সব মিলিয়ে প্রোটিয়া বধ করে দুরন্ত কামব্যাক করেছেন এই দক্ষিণী স্পিনার। তাঁর স্পিনাস্ত্রেই মূলত ৪৩১ রানে থেমে গিয়েছে ডুপ্লেসিদের প্রথম ইনিংস।

প্রথম ইনিংসে ভারত রান তোলে ৭ উইকেটে ৫০২। ময়াঙ্ক আগরওয়ালের ২১৫ এবং রোহিত শর্মার ১৭৬ রানের অনবদ্য ইনিংসে রানের পাহাড় গড়ে কোহলি ব্রিগেড। জবাবে প্রোটিয়ারাও দমে যায়নি। বিশাখাপত্তনমের পাটা পিচে মহম্মদ শামিদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েন ডিন এলগর ও কুইনটন ডি কক। অশ্বিন এবং জাডেজার ঝোড়ো বোলিংয়ে মাটি কামড়ে থাকেন তাঁরা। দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিতে ডি এলগর করেন ১৬০ রান। আর ডি-কক যোগ্য সঙ্গ দিয়ে ১১১ রান করেন। তাঁদের এই কঠিন লড়াইয়ে অনুঘটকের কাজ করে অধিনায়ক ডুপ্লেসিসের ৫৫ রান।

এরপর ইনিংস খেলতে নামে ভারত। তবে প্রথম ইনিংসে কেরিয়ারের প্রথম দ্বিশতরান করার পর দ্বিতীয় ইনিংসে দাগ কাটতে পারেননি মায়াঙ্ক আগারওয়াল। তবে একইভাবে অপ্রতিরোধ্য রোহিত শর্মা। শনিবাসরীয় বিশাখাপত্তনামে তাঁর সংগ্রহ ১২৭। চেতেশ্বর পূজারা তাঁকে যোগ্য সঙ্গত দেন। তিনি করেন ৮১। তবে দুটি ইনিংসে খিব একটা নজর কারতে পারেননি ক্যাপ্টেন কোহলি। অবশেষে ৩২৩ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর, ১ উইকেট হারিয়ে ১১। তাই ভারতের প্রথম টেস্ট জেতা সময়ের অপেক্ষা, তা বলাই যায়।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version