জঙ্গলমহলে দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ডানা মেলল বাগনানের “স্বপ্ন উড়ান”

পূজোর আগে জঙ্গলমহলে দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ডানা মেলল বাগনানের “স্বপ্ন উড়ান” ভ্রমণ গ্রুপ।

বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর 150 তম জন্মদিনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানা এলাকার নয়টি গ্রামের মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দিলেন বাগনানের স্বপ্ন উড়ান ভ্রমণ গ্রুপের সদস্যরা। এই উপলক্ষে এইদিন জাম্বনীর চুটিয়া প্রাথমিক বিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার নয়টি গ্রামের ২৫২ জন আবাল-বৃদ্ধ-বনিতার হাতে বস্ত্র উপহার তুলে দেন স্বপ্ন উড়ান ভ্রমণ গ্রুপের সদস্যরা। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদ এর ডেপুটি মেন্টর নিশীথ মাহাতো,জাম্বনী থানার আইসি বিশ্বজিৎ পাত্র, বিশিষ্ট সমাজসেবী প্রসূন সড়ঙ্গী, স্নেহাশীষ ভকত, সৌমেন আচার্য, জাম্বনীর ব্লক এর কৃষি উন্নয়ন দপ্তরের আতমা কমিটির চেয়ারম্যান জলধর মাহাতো প্রমুখ। স্বপ্ন উড়ান ভ্রমণ গ্রুপের অন্যতম সদস্যগণ বিশিষ্ট সাংবাদিক সন্দীপ মজুমদার মহাশয়, বিশিষ্ট সাংবাদিক সুপ্রতিম মজুমদার, সফটওয়ার ইঞ্জিনিয়ার রিমন পাঠক জানান, ভ্রমণের সাথে সাথে তাঁরা মানুষের কথা শুনতে চান, মানুষকে বলতে চান, তাই তো তাদের গ্রুপের বার্তা হলো “মানুষ মানুষের জন্য”। সুদীর্ঘ সময় জুড়ে জঙ্গলমহলের এই এলাকা হিংসা হানাহানিতে উত্তপ্ত ছিল। রক্ত হোলির নেশায় শারদোউৎসবের প্রকৃত তাৎপর্য এই এলাকার মানুষ ভুলতে বসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগ oজঙ্গলমহলের মানুষের মুখে হাসি ফুটেছে। এই গ্রুপের আরো সদস্যগণ অনির্বান সামন্ত , শুভম বেরা, সঞ্জয় সাঁতরা, সৌরভ মন্ডল,সন্দীপ সামান্ত জানান “রাজ্য সরকারের এই সাফল্যকে স্বাগত জানিয়ে তাঁরাও শারদ উৎসব উপলক্ষে জঙ্গলমহলে পিছিয়ে পরা এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন”। স্বপ্ন উড়ান ভ্রমণ গ্রুপের এই উদ্যোগ কে দেখে উৎসাহিত হয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্রগণ প্রসেনজিৎ বের (মুন্না), চিন্ময় চানক, দিব্যেন্দু পাল এই অনুষ্ঠানে যোগ দেন। রিমন পাঠক আরও জানান যে এই অনুষ্টানটি সফল ভাবে অনুষ্টিত হওয়ার জন্য যে তিন জনের অবদান রয়েছেন তাঁর হলেন – ঝাড়গ্রাম জেলার বিশিষ্ট সমাজসেবী স্নেহাশীষ ভকত, সৌমেন আচার্য ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর সহ সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বেরা (মুন্না)।

Previous articleপরিবহের হাতে নতুন প্রাণের সঞ্চার
Next articleব্রেকফাস্ট স্পোর্টস