মৃত কচ্ছপের পেটে ১০৪ টুকরো প্লাস্টিক! কী সংকেত দিচ্ছে পরিবেশবিদেরা

বিশ্বজুড়ে দিনের-পর-দিন প্লাস্টিক দূষণ বেড়েই চলেছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তা। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্লাস্টিকের ব্যবহার, স্বভাবতই পাল্টাতে পারছে না কেউই। আর এই প্লাস্টিক ব্যবহারের ফল ভুগতে হচ্ছে অবলা জলজ প্রাণীদের।

এমনই দেখা গেল একরত্তি ছোট কচ্ছপ ফ্লোরিডার সমুদ্র উপকূলে ভেসে এসেছে তার দেহ। আর সেই দেহে পাওয়া গেছে, ১০৪ টুকরো প্লাস্টিক! খাবার ভেবে প্লাস্টিকের টুকরো খেয়ে ফেলাতেই মৃত্যু হয় কচ্ছপের।

‘গাম্বো লিম্বো নেচার সেন্টার’ নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ঘটনা। তারা লিখেছে, “খুব বাজে একটা দিন। ছোট্ট একটা কচ্ছপ ভেসে এসেছিল উপকূলে, ওর সাহায্যের দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, কচ্ছটি ভেসে এলেও শেষমেশ বাঁচেনি। আমরা অনেককেই বাঁচাতে পারি না। একেও পারিনি। এ মৃতপ্রায় অবস্থাতেই এসেছিল উপকূলে। ছোট্ট, হাতের পাতার মাপের একটা কচ্ছপ। ওর পেট থেকেও ১০৪ টুকরো প্লাস্টিক বেরোল! সমুদ্রকে প্লাস্টিকমুক্ত করা যে কতটা জরুরি, তা আরও এক বার স্পষ্ট হল।” সেন্টারটি বহু দিন ধরেই ফ্লোরিডা ও তৎসংলগ্ন উপকূল এলাকার বিপন্ন কচ্ছপদের নিয়ে কাজ করছে। মাঝে মধ্যেই তাদের গবেষণায় উঠে আসে নানা অশনিসংকেত।