ফেনী সমস্যা মিটলেও তিস্তা মিটবে কবে? প্রশ্ন ঢাকার

তিস্তার জল বন্টন ঝুলে রয়েছে। কিন্তু বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে গেলেন, মানবিকতার খাতিরে ফেনি নদীর জল ঢাকা ভারতকে দিতে রাজি। ত্রিপুরার সাব্রুমবাসীরা ১.৮২ কিউসেক জল পাবেন। ফেনীর জল অবৈধভাবে পাম্প দিয়ে তুলে নেওয়ার অভিযোগ তুলেছিল ঢাকা। কিন্তু মোদি-হাসিনা বৈঠকের পর জল বন্টন সমস্যা মিটেছে। কিন্তু ঢাকার সচিব মহল যারা হাসিনার সঙ্গে দিল্লি এসেছিলেন, তাঁরা তিস্তা নিয়ে দ্রুত সমাধানের আশা নিয়ে দেশে ফিরেছেন। তাঁদের বক্তব্য, ঢাকা হাত বাড়িয়ে দিয়েছে, এবার পালা ভারতের।

Previous articleশেহবাগ-রোহিতরা ম্যাচ উইনার, ভরসা করলেই ফল মিলবে
Next articleসুরদায়িনী দুর্গা, পুজোর থিমে শ্রদ্ধা কালিকাপ্রসাদকে