Thursday, November 13, 2025

ওদের মধ্যেও মা আছেন, তাই ওরাই দর্জিপাড়া সর্বজনীনের কুমারী

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব। আর তারই একটি অঙ্গ হল কুমারী পুজো। সাধারণত, কোনও না কোনও ব্রাহ্মণ পরিবারের নাবালিকা শিশুকে কুমারী হিসেবে পুজো করা হয়। তবে এবার সেই কুমারী পুজোকে কেন্দ্র করেই দর্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তরা এক অভিনব উদ্যোগ নিয়েছেন। প্রচলিত প্রথার বাইরে বেরিয়ে এসে ন’জন বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুকন্যাকে কুমারী বা নবদুর্গা হিসেবে পুজো করা হয়েছে এই পূজা মণ্ডপে।

এ বছর ৮৮ বছরে পা রেখেছে উত্তর কলকাতার দর্জিপাড়া সর্বজনীনের এই পুজো। আর মহানবমীর মাহেন্দ্রক্ষণে অভিনব কায়দায় সাড়ম্বরে পালিত হয়েছে কুমারী পুজো। যারা কুয়ারী হিসেবে পুজিত হয়েছেন, তাদের মধ্যে কেউ থ্যালাসিমায় আক্রান্ত তো কেউ আবার মারণরোগ ক্যান্সারের সঙ্গে জীবনের যুদ্ধ লড়ছে। আবার কেউ কেউ আছে দৃষ্টিহীন। কিন্তু আজ, সোমবার মহানবমীর শুভলগ্নে এই ছোট ছোট মেয়েদের মুখে হাসি ফুটিয়েছে দর্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

আরও পড়ুন – বনেদিবাড়ির পুজোয় শিরোনামে চোরবাগান শীলবাড়ি

এই অভিনব উদ্যোগে সামিল ছিলেন এলাকার কাউন্সিলর মোহন কুমার গুপ্ত। তিনি এ বিষয়ে বলেন, ‘এটা একটা অভিনব উদ্যোগ। আমরা যখন ছোটবেলায় পুজো দেখতাম, তখনকার আবেগ ছিল আলাদা। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেককিছুই পরিবর্তনশীল। এখন সাবেকিয়ানার থেকে থিমের আধিক্য বেশি। কোথাও আবার সাবেকিয়ানা ফিরে এসেছে। এমন জায়গায় দাঁড়িয়ে কুমারী পুজোয় এমন ভাবনা সত্যি প্রশংসার দাবি রাখে। মূলত, একজন মেয়েকেই কুমারী হিসেবে পুজো করা হয়। কিন্তু এখানে একসঙ্গে ন’জনকে পুজো করা হয়েছে, তাও আবার এমন ন’জন, যারা বিশেষ চাহিদাসম্পন্ন। এই ভাবনাকে সাধুবাদ জানাতেই হয়। সত্যি তো। ওদের মধ্যেও তো মা আছেন। তাই ওরাও এই সমানের যোগ্য ও ওরাও কুমারী হতে পারে, সেটাই বুঝিয়ে দিয়েছে দর্জিপাড়া সর্বজনীন কমিটি।’

কুমারী হিসেবে সেজে উঠে খুশি ওরাও। ওদের কথায়, ‘ভীষণ ভাল লাগছে। আগে কখনও এমন হয়নি। তাই খুব আনন্দ লাগছে।’ এই নয় শিশুকন্যাকে রীতি-আচার মেনেই কুমারী রূপে পুজো করা হয়। যা দেখতে অনেক দর্শনার্থীরাও ভিড় জমায় নবমীর সকালে দর্জিপাড়া সর্বজনীনের মণ্ডপে।

আরও পড়ুন – সুরদায়িনী দুর্গা, পুজোর থিমে শ্রদ্ধা কালিকাপ্রসাদকে

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...