আয়ুষ্মান ভারতের পর আরও এক কেন্দ্রীয় যোজনা থেকে সরে এল রাজ্য

আয়ুষ্মান ভারতের পর এবার কৃষি সম্মান নিধি। কেন্দ্রের আরও এক কল্যাণমূলক প্রকল্প থেকে সরে এল রাজ্য সরকার। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় 3 কিস্তিতে বছরে 6 হাজার টাকা করে পান কৃষকরা। রাজ্যের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর। জবাবে রাজ্যের বক্তব্য, পশ্চিমবঙ্গের নিজস্ব এ ধরনের প্রকল্প চালু রয়েছে। ওদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তোপ, ইচ্ছাকৃত ভাবে এ রাজ্যের কৃষকদের বঞ্চিত করছে তৃণমূল সরকার। প্রকাশ জাভড়েকর দাবি করেছেন, এই যোজনায় ইতিমধ্যেই এ রাজ্যের 6 হাজার কৃষক উপকৃত হয়েছেন। তিনি বলেন, “বাংলা সরকারের এই সিদ্ধান্তের জেরে বঞ্চিত হবেন রাজ্যের কৃষকরা।”

রাজ্যের পাল্টা দাবি, কেন্দ্রীয় সরকারের ঘোষণার অনেক আগে থেকে রাজ্যে এমন প্রকল্প চালু রয়েছে। কৃষি অধিকর্তা প্রদীপ মজুমদার বলেন,”আমরা কৃষকবন্ধু প্রকল্পে বছরে 5 হাজার টাকা করে কৃষক ও বর্গাদারদের দিই।আমরা নিজেরাই প্রকল্প চালাব।”

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, ”এটাই প্রথম নয়। এর আগেও কেন্দ্রীয় প্রকল্প থেকে মানুষকে বঞ্চিত করেছে রাজ্য সরকার। গরিব কৃষকদের নিয়ে ভাবিত নন মমতা বন্দ্যোপাধ্যায়।”

Previous articleবাবা হয়েছেন রাহানে, সেরা শুভেচ্ছা রোহিতের
Next articleসঙ্গিন অবস্থাতেও যাদবপুরে বাম বইয়ের স্টলে রেকর্ড বিক্রি, বৃহস্পতিবারও খোলা