Thursday, November 13, 2025

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। এ বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শেষ রজনী। আর আজ শুক্রবারের শেষ রাতেই রেড রোডে হবে দুর্গাপুজোর মেগা কার্নিভাল। যেখানে মুখ্যমন্ত্রী, রাজ্যপালের পাশাপাশি হাজির থাকবেন রাজ্যের আমলা-মন্ত্রী-বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিরা। এইসব ভিআইপি, ভিভিআইপিরা ছাড়াও থাকবেন সব বয়সের কয়েক হাজার সাধারণ মানুষ। ফলে সবদিক খতিয়ে দেখে রেড রোড-সহ বেশ কয়েকটি রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

এক নজরে দেখে নেওয়া যাক কার্নিভালের জন্য কোন কোন রাস্তা বন্ধ থাকবে –

ইতিমধ্যেই বৃহস্পতিবার রাত ১২ টায় বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোড। এর পাশাপাশি শুক্রবার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে লাভার্স রোড, কুইন্সওয়ে, পলাশি গেট রোড, এসপ্লানেড রেমপ।

শুক্রবার দুপুর বারোটা থেকে ভারী যানবাহন, যাত্রীবাহী বাস বন্ধ থাকবে এ জে সি বোস রোড, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেনে। শুক্রবার দুপুর দুটো থেকে বন্ধ থাকবে খিদিরপুর রোড থেকে হেস্টিংস ক্রসিং হয়ে লাভার্স লেনে।

স্টিকার লাগানো গাড়ি যেতে পারবে জে এল নেহেরু রোড থেকে পশ্চিমমুখী মেয়ো রোড হয়ে। কার্নিভালের জন্য যেসব গাড়িগুলো আসবে সেগুলো এ জে সি বোস রোড থেকে উত্তরমুখী হসপিটাল রোড যেতে পারবে। কারণ, কার্নিভালের শোভাযাত্রা শুরু হবে খিদিরপুরের দিক থেকে।

অন্যদিকে, কার্নিভালে সময় কলকাতার যে সমস্ত রাস্তায় পার্কিং করা যাবে, সেগুলি হল আর আর অ্যাভিনিউ, এসপ্লানেড রো, চৌরঙ্গী রোড, জে এল নেহেরু রোড, কুইন্সওয়ে, মেয়ো রোড, স্ট্যান্ড রোড, হেয়ার স্ট্রিট ও আর এন মুখার্জী রোডের উভয় দিকে।

তবে কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপদকালীন পরিস্থিতি অনুযায়ী এই বাইরেও যে কোনও সময় যেকোনো রাস্তা বন্ধ করা হতে পারে।

Related articles

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...
Exit mobile version