উপত্যাকায় পিছিয়ে গেল পোস্ট-পেড মোবাইল চালুর দিন

প্রযুক্তিগত ত্রুটির কারণে উপত্যাকায় পোস্ট-পেড মোবাইল ফোন চালু হওয়ার দিন পিছিয়ে গেল। বৃহস্পতিবার থেকে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয় কাশ্মীরে। কিন্তু ফোন, ইন্টারনেট ব্যবস্থা কিছুই না থাকায় পর্যটকদের যাওয়া নিয়ে প্রশ্ন দেখা দেয়। পর্যটক টানতে তড়িঘড়ি মোবাইল ফোন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কথা ছিল, শনিবারই পোস্ট পেড ফোন সংযোগ চালু হবে। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির জন্য সেটি পিছিয়ে সোমবার করা হয়েছে। তবে, এখনই প্রিপেড মোবাইল ফোন পরিষেবা শুরু হচ্ছে না। প্রশাসনের তরফে নির্দেশিকা দিয়ে এ কথা জানানো হয়েছে। সূত্রে খবর, ৪০ লক্ষ পোস্ট-পেড গ্রাহক এর জেরে উপকৃত হবেন। কিন্তু প্রি-পেড গ্রাহকদের কী হবে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন – মোদি-শি বৈঠকের নির্যাস এক নজরে