কোয়েস-ইস্টবেঙ্গল সম্পর্ক ছিন্ন এখন সময়ের অপেক্ষা

শান্তিপূর্ণ উপায়ে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে কোয়েস। ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠকে একথা জানিয়ে দিলেন কোয়েস গ্রুপের সিইও সুব্রত নাগ। কোয়েসের তরফে বৈঠকে ছিলেন সুব্রত নাগ। ইস্টবেঙ্গলের পক্ষে ছিলেন দেবব্রত সরকার ও সৈকত গঙ্গোপাধ্যায়।

বৈঠক শুরু হতেই সুব্রত নাগ ইস্টবেঙ্গল কর্তাদের জানান, কোনও সমস্যা তৈরি না করে দু’পক্ষের ‘গোল্ডেন হ্যান্ডশেক’ হওয়াই ভাল।
কোয়েসের এই ঘোষণার পর ধরেই নেওয়া যায়, তারা আর ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই বিচ্ছেদের কাগজপত্র দু’পক্ষই তৈরি করবে। তারপর চূড়ান্ত হবে ঘোষনা। ওদিকে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও কার্যত মেনে নিয়েছেন এই বিচ্ছেদ।
কোয়েস কর্তাদের ধন্যবাদ জানিয়ে দেবব্রত বলেছেন, “কোয়েস যেদিন ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিল, তখন ক্লাব সমস্যায় ছিল। কোয়েস সাহায্য না করলে অসুবিধা হত।” একইসঙ্গে ইস্টবেঙ্গলের তরফে কোয়েসকে বলা হয়েছে, যখন তারা সরেই যাচ্ছে, তখন মরশুমের আর্থিক বকেয়া ক্লাবকে মিটিয়ে দিক।” এই মরশুমের বাকি সময়টা হয়তো কোয়েস থাকবে, তবে কোয়েস যে পরের মরশুমে আর ইস্টবেঙ্গলের সঙ্গে থাকবে না, তা একরকম চূড়ান্তই হয়ে গিয়েছে।

Previous articleভোটের মুখে নাম বদলের প্রস্তাব বিধাননগর পুরনিগমের
Next articleরোমাঞ্চকর! ৪ মাইল লম্বা-সরু খাল পেরিয়ে ইতিহাসে বিশ্বের বড় জাহাজ