দিলীপ বললেন ছক্কা মারুন সৌরভ, প্রাক্তনরা উচ্ছ্বসিত

প্রাতঃভ্রমণ আর জনসংযোগে বেরিয়ে সোমবার সল্টলেকে সৌরভে মাতোয়ারা বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ট্র‍্যাকস্যুট আর স্পোর্টস কেডসে দিলীপ ঘোষ বলেন, এটা তো গর্বের বিষয়। বাংলার বাঙালি বোর্ডের শীর্ষে। সৌরভ যেভাবে হেলায় ছক্কা মারতেন, সেভাবে বোর্ডের সব নেতিবাচক দিক সরিয়ে ফেলবেন আশা করি। ওঁকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করছি বাংলার ক্রিকেটেও আরও অনেক উন্নতি হবে। সৌরভের সহ খেলোয়াড়, রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা বলেন, এতদিন বাংলা নিয়ে ব্যস্ত থাকতেন, এবার দেশের ক্রিকেট তাঁর হাতে। ভাল হতে বাধ্য। বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, এত ঝামেলার মাঝে মহারাজ বাংলা ক্রিকেটের প্রশাসন যেভাবে চালিয়ে গিয়েছে, তাতে ভারতীয় বোর্ড চালাতে সুবিধা হবে। আমি মনে করি বোর্ডে খোলনলচে বদলে যাবে। প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী বলেন, জানি, দাদা সফল হবে।

Previous articleফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ট্রেন চলাচলে বিঘ্ন
Next articleস্ত্রীর সামনে স্বামীকে নিয়ে গেল বাঘ