সৌরভকে অভিনন্দন জানালেও অমিত-বৈঠক নিয়ে খোঁচা তৃণমূলের

বিসিসিআই সভাপতি হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন। কিন্তু এর জন্য অমিত শাহর সঙ্গে তাঁর বৈঠকটি হজম করতে পারছে না তৃণমূল, কংগ্রেস ও বামেরা। পার্থ চট্টোপাধ্যায়সহ সব নেতার একই কথা,” পদের জন্য অভিনন্দন। কিন্তু পদলাভের পিছনে কোনো অনভিপ্রেত বৈঠক কাম্য নয়।” বস্তুত সৌরভ ছাড়া বড় পদে বিজেপির ছড়াছড়ি। খোদ অমিতপুত্র জয় শাহ সচিব। এদিকে রটেছে সৌরভকে বাংলায় মুখ্যমন্ত্রী প্রজেক্ট করবে বিজেপি। সৌরভ অবশ্য বলেছেন রাজনীতির বিষয়ে তাঁর সঙ্গে অমিত শাহর কোনো কথা হয় নি। কংগ্রেস, বামেরাও অমিতের সঙ্গে সৌরভের বৈঠক সাদা চোখে দেখছে না।

আরও পড়ুন-জিয়াগঞ্জ খুন: পুলিশের তত্ত্ব মানছে না বিরোধীরা