অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট দলকে নতুন দিশা দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সৌরভ এবার বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। আর তাঁর হাত ধরে আবারও ভারতীয় ক্রিকেট নতুন দিশা দেখবে, এমনটাই আশাবাদী সৌরভের এককালের সতীর্থ বীরেন্দ্র সেহওয়াগ ও ভিভিএস লক্ষ্মণ।

বীরু সৌরভকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন দাদা। দেরি হল, কিন্তু ভাল হল। তোমার এই নতুন যাত্রাপথ যেন সুদীর্ঘ হয়, এই কামনা করি। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অনস্বীকার্য। আশা করব, তোমার হাত ধরে ভারতীয় ক্রিকেট আরও উন্নতি করবে।’


Congratulations Dada @SGanguly99 . Der hai Andher nahi.
Great signs for Indian Cricket. May this stint bevan extension of the tremendous contribution you have already had on Indian cricket.— Virender Sehwag (@virendersehwag) October 15, 2019
সেহ্ওয়াগের পাশাপাশি ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে অভিনন্দন জানিয়ে লক্ষ্মণ লেখেন, ‘বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার জন্য তোমায় অভিনন্দন জানাই। আমার এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, তোমার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট উন্নতি করবে। নতুন ভূমিকায় তোমার সাফল্য কামনা করি।’

Congrats @SGanguly99 on becoming the President of @BCCI I have got no doubt that under your leadership Indian Cricket will continue to prosper.Wishing you lots of success in your new role Dada. pic.twitter.com/xU82q5JIzu
— VVS Laxman (@VVSLaxman281) October 15, 2019
সৌরভ লক্ষ্মণের ট্যুইট রি-ট্যুইট করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মহারাজ লিখেছেন, ‘ধন্যবাদ ভিভিএস। তোমাকেও পাশে থাকতে হবে।’ এভাবেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন বোর্ডের নয়া প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।


Thank u Vvs ..your contributions will be very important
— Sourav Ganguly (@SGanguly99) October 15, 2019
আরও পড়ুন-গোলাপের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হবে মহারাজকে
