Monday, August 25, 2025

কোনোরকমে গোলশোধ, হার বাঁচলেও মান গেল ভারতের

Date:

Share post:

ভারত -১        বাংলাদেশ – ১
(আদিল ৮৯’)         (শাদ উদ্দিন ৪২’)

অঘটনটা ঘটে যেতেও পারত। শেষমেষ কোনওকরমে লজ্জার হার থেকে বাঁচল ভারত। নিজেদের থেকে ১০৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের কাছে হারের থেকে কোনওরকমে ভারতকে বাঁচাল আদিল খানের শেষ মুহূর্তের দুরন্ত হেড।

এদিন শুরু থেকেই কেমন যেন ছন্দহীন ছিলেন সুনীলরা। বারেবারেই রক্ষণের অভাব টের পাওয়া যাচ্ছিল। তার ওপর ছিল মিস পাস। আর তাই এশিয়া চ্যাম্পিয়ন কাতারকে আটকানো দলের সঙ্গে এই ভারতীয় দলকে গুলিয়ে ফেলছিলেন মাঠে উপস্থিত দর্শকরাও। আর ইগর স্টিম্যাচের ছেলেদের ভুলের সুযোগ নিয়েই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের বয়স তখন ৪২ মিনিট। মাথায় ফ্রি-কিক পায় বাংলাদেশ। অধিনায়ক জামালের শট আটকাতে গোল ছেড়ে এগিয়ে আসেন গুরপ্রীত। কিন্তু বলের ফ্লাইট মিস করেন তিনি। গুরপ্রীত মিস করলেও নজর রেখেছিলেন বাংলাদেশের স্ট্রাইকার সাদ উদ্দিন। অসামান্য হেডে বল জালে জড়িয়ে দেন তিনি। এগিয়ে যায় বাংলাদেশ। ০-১ গোলে পিছিয়েই ড্রেসিং রুমে যান সুনীলরা।

বিরতির পর সবাই ভাবছিল নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে ব্লু টাইগাররা। কিন্তু ‌কোথায় কী!‌ বিরতির পরও ভারতের খেলায় সেই একই ফ্লেভার। বারেবারে আক্রমণে এলেও কোথাও যেন খেই হারিয়ে যাচ্ছিল। একা সুনীল যেন চেষ্টা করেও এদিন গোলের মুখ দেখতে পারছিলেন না। ৫২ মিনিটের মাথায় ইব্রাহিমের দুরপাল্লার শট পোস্টে লেগে ফেরে। ৫৯ মিনিটের মাথায় কর্নার থেকে মনবীরের হেড গোল লাইন সেভ করেন জামাল। তারপরেও একাধিক সুযোগ তৈরি করে ভারত। সুনীলের ফ্রি-কিক একটুর জন্য বাইরে যায়। ৮৮ মিনিটের মাথায় ব্রেন্ডন ফার্নান্ডেজের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান আদিল খান। তারপরেও বেশ কিছু আক্রমণ করেছিল ভারত। কিন্তু গোল আসেনি। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় খেলা।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...