Tuesday, August 26, 2025

ভারত -১        বাংলাদেশ – ১
(আদিল ৮৯’)         (শাদ উদ্দিন ৪২’)

অঘটনটা ঘটে যেতেও পারত। শেষমেষ কোনওকরমে লজ্জার হার থেকে বাঁচল ভারত। নিজেদের থেকে ১০৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের কাছে হারের থেকে কোনওরকমে ভারতকে বাঁচাল আদিল খানের শেষ মুহূর্তের দুরন্ত হেড।

এদিন শুরু থেকেই কেমন যেন ছন্দহীন ছিলেন সুনীলরা। বারেবারেই রক্ষণের অভাব টের পাওয়া যাচ্ছিল। তার ওপর ছিল মিস পাস। আর তাই এশিয়া চ্যাম্পিয়ন কাতারকে আটকানো দলের সঙ্গে এই ভারতীয় দলকে গুলিয়ে ফেলছিলেন মাঠে উপস্থিত দর্শকরাও। আর ইগর স্টিম্যাচের ছেলেদের ভুলের সুযোগ নিয়েই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের বয়স তখন ৪২ মিনিট। মাথায় ফ্রি-কিক পায় বাংলাদেশ। অধিনায়ক জামালের শট আটকাতে গোল ছেড়ে এগিয়ে আসেন গুরপ্রীত। কিন্তু বলের ফ্লাইট মিস করেন তিনি। গুরপ্রীত মিস করলেও নজর রেখেছিলেন বাংলাদেশের স্ট্রাইকার সাদ উদ্দিন। অসামান্য হেডে বল জালে জড়িয়ে দেন তিনি। এগিয়ে যায় বাংলাদেশ। ০-১ গোলে পিছিয়েই ড্রেসিং রুমে যান সুনীলরা।

বিরতির পর সবাই ভাবছিল নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে ব্লু টাইগাররা। কিন্তু ‌কোথায় কী!‌ বিরতির পরও ভারতের খেলায় সেই একই ফ্লেভার। বারেবারে আক্রমণে এলেও কোথাও যেন খেই হারিয়ে যাচ্ছিল। একা সুনীল যেন চেষ্টা করেও এদিন গোলের মুখ দেখতে পারছিলেন না। ৫২ মিনিটের মাথায় ইব্রাহিমের দুরপাল্লার শট পোস্টে লেগে ফেরে। ৫৯ মিনিটের মাথায় কর্নার থেকে মনবীরের হেড গোল লাইন সেভ করেন জামাল। তারপরেও একাধিক সুযোগ তৈরি করে ভারত। সুনীলের ফ্রি-কিক একটুর জন্য বাইরে যায়। ৮৮ মিনিটের মাথায় ব্রেন্ডন ফার্নান্ডেজের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান আদিল খান। তারপরেও বেশ কিছু আক্রমণ করেছিল ভারত। কিন্তু গোল আসেনি। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় খেলা।

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...
Exit mobile version