Friday, November 14, 2025

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর সিএবি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা বললেন সৌরভ

Date:

বাইশ গজ থেকে অবসর নেওয়ার পর বাইশ গজের বাইরে সমানভাবে সাবলীল যে হওয়া যায়, তার পরিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিগত পাঁচ বছর ধরে সিএবির মাথায় বসে ক্রিকেটের নন্দনকাননকে দিয়েছেন এক অন্য রূপ। এখন ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বের দরবারে আরও উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার পালা। সেই চাবিকাঠি এখন বাংলার মহারাজের হাতে। কারণ, সিএবির সভাপতি হতে চলেছেন বোর্ড প্রেসিডেন্ট। আগামী 23 অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের মসনদে বসবেন মহারাজ। প্রেসিডেন্ট হওয়ার পর আজ, মঙ্গলবার শহরে প্রথম পা রাখেন তিনি।

বিমানবন্দরে তাঁকে সাদরে অভ্যর্থনা জানানো হয়। তারপর মা ফ্লাইওভার ধরে সৌরভের কনভয় ছুটে আসে সিএবির দিকে। রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হয় মহারাজকে। বৈশাখী ডালমিয়া গোলাপের পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান তাঁকে। সিএবির বাইরে ছিল অসংখ্য ভক্তের ভিড়। প্রত্যেকের একটাই কামনা, ‘এক ঝলক দেখতে চাই দাদাকে’। দেখতেও পেলেন। সকলের উদ্দেশ্যে সৌরভ হাত নেড়ে ক্রিকেটের নন্দনকাননে পাতা রেড কার্পেট দিয়ে মহারাজ চলে যান মিডিয়া সেন্টারে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, ‘একটা আলাদা অনুভুতি। ভীষণ ভাল লাগছে। তার সঙ্গে দায়িত্ব পালন করার একটা খিদেও রয়েছে। এতদিন সিএবি প্রশাসক হিসেবে ছিলাম। এবার বিসিসিআইয়ের দায়িত্ব নিতে চলেছি। আশা করব, সকলের সমর্থনে সফলতা আসবে।’

প্রসঙ্গত বিসিসিআইয়ের সেক্রেটারি হতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুত্র জয় শাহ। এমনকি সৌরভের প্রেসিডেন্ট হওয়ার পর রাজনৈতিক কানাঘুষো শোনা গিয়েছিল যে, আগামী দিনে বিজেপির মুখ হতে চলেছেন তিনি। কিন্তু এই জল্পনা উড়িয়ে দিয়ে সৌরভ জানালেন, ‘এমন কোনও শর্ত আমার সঙ্গে অমিত শাহ কেন কোনও রাজনৈতিক ব্যক্তিত্বরই হয়নি। আমরা দীর্ঘক্ষন বিসিসিআই নিয়েই আলোচনা করেছি। জয় শাহ সেক্রেটারি হয়েছে বলেই বিসিসিআইয়ের মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে, এমনটা ভাবার কোনও কারণ নেই।’

তবে সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট হওয়াতে বাংলার ক্রিকেটের উন্নতি হবে কিনা এই প্রশ্নে তাঁর উত্তর, ‘ইতিমধ্যেই বাংলা থেকে খেলছে ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি। ঈশ্বরণও আছে। এরপর যারা ভাল খেলবে তারা নিশ্চয়ই সুযোগ পাবে।’ তবে কোনও পক্ষপাতীত্ব বাংলাকে দেখানো হবে না বলে জানান নয়া বিসিসিআই সভাপতি।

ভারতের সঙ্গে দীর্ঘদিন পাকিস্তানের কোন দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। এমনকি এশিয়া কাপ ও বিশ্বকাপ ছাড়া আন্তর্জাতিক স্তরে মুখোমুখি হয়নি এই দুই দেশ। ভবিষ্যতে কি হবে? এই প্রশ্নের উত্তরে সৌরভ জানান, ‘আমায় এই প্রশ্ন না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করুন। কারণ, সিদ্ধান্ত কেন্দ্রের। আমি এই সিদ্ধান্তের পাশে আছি। কারণ, এটা শুধু দুটো দেশের মধ্যে খেলা নয়। দুটো দেশের ভালো-মন্দ জড়িয়ে আছে। তাই কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, সেই দিকেই এগোব।’

তবে নিজের কাঁধে তুলে নেওয়ার পরেই স্বার্থের সংঘাত ইস্যু এবং টেস্টে গোলাপি বলের আবির্ভাব ঘটাতে উদ্যোগী মহারাজ। এখন দেখার বিষয় এটাই যে, সিএবি প্রশাসক হিসেবে যতটা সফল হয়েছেন তিনি, বিসিসিআই প্রশাসক হিসেবে ততটাই সফল হন কিনা।

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version