ছট পুজো ৩ নভেম্বর, রবিবার। সেদিন ছুটি থাকায়, সোমবারও ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের। বুধবার, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি বছরেই পুজোর ছুটি একদিন বাড়িয়ে দেওয়া হয় শেষ মুহূর্তে। ছুটি বাড়ানো নিয়ে অনেক সমালোচনার মুখেও পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অভিযোগ, রাজ্যে বন্ধ পালনের বিরোধিতা করে কর্মসংস্কৃতির কথা বলেও, কারণে অকারণে ছুটি দেওয়ার বিষয়ে তিনি কল্পতরু।

তবে এই দিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এবছর উৎসবের অনেকদিন রবিবার পড়ায় ছুটি পাননি সরকারি কর্মচারীরা। সে কারণে ছুটে ছুটি সোমবার দেওয়া হয়েছে।

আরও পড়ুন – পাম্পে তেলের বদলে জল!
