দীপাবলির আগে শিক্ষামহলে সুখবর

পুজোর আগে না হোক দীপাবলির আগে সুখবর পেল রাজ্যের শিক্ষামহল। সরকারি কর্মীদের পরে এবার বিশ্ববিদ্যালয়, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের অশিক্ষক কর্মীদের বেতন কাঠামোর পুনর্বিন্যাস করছে সরকার। এর দায়িত্ব দেওয়া হয়েছে ষষ্ঠ বেতন কমিশনকে। এই কাজের জন্য কমিশনকে ৩ মাস সময়সীমাও বেধে দেওয়া হয়েছে। বুধবার, অর্থদফতর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিমধ্যেই অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের সুপারিশ জমা দিয়েছে। সেইমতো বেতন কাঠামো বিন্যাসও হয়েছে। এবার অন্যান্য প্রতিষ্ঠানগুলিরও বেতন কাঠামোর সুপারিশ চেয়েছে সরকার। কমিশনের প্রস্তাব জমার পর তা খতিয়ে দেখে কার্যকর করা হবে।

রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন পরিকাঠামো আগামী বছর পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে। সব মিলিয়ে অতিরিক্ত খরচ হবে ১০ হাজার কোটি টাকা।

Previous articleনাগরিকপঞ্জির সঙ্গে ভোটার তথ্য যাচাইয়ের কোনও সম্পর্ক নেই: নির্বাচন কমিশন
Next articleপ্রমোশন অন হুইল: এবার সিনেমার প্রচার আস্ত ট্রেন!