ইডেন টেস্টে মোদি-হাসিনাকে আমন্ত্রণ সিএবির

আগামী ২২-২৬ নভেম্বর ক্রিকেটের নন্দনকাননে টেস্ট খেলবে ভারত ও বাংলাদেশ। ইডেনে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। আর এই টেস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে সিএবি।

ইতিমধ্যেই সিএবির পক্ষ থেকে দুই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। খুব শীঘই তাঁদের পক্ষ থেকে সম্মতি পাওয়া যাবে বলে আশাবাদী।

প্রসঙ্গত, এর আগে সৌরভের আমলে ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে ইডেনে ভারত–পাকিস্তান ম্যাচে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। ভারত ও পাকিস্তানের প্রাক্তন তারকারাও ছিলেন হাজির। এসেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। যা সম্ভব হয়েছিল সৌরভের জন্য। তাই এবারও সেরকম এক দৃশ্যের সাক্ষী থাকবে সকলে, এমনটাই আশা করছে ক্রিকেটপ্রেমীরা।