ফৌজি-তৎপরতায় INX-মামলায় চার্জশিট চিদম্বরমকে, রয়েছে আরও 13 নাম

অস্বাভাবিক দ্রততায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে CBI চার্জশিট পেশ করলো। চার্জশিটে মোট 14 জনের নাম আছে। চিদম্বরম ছাড়াও ওই চার্জশিটে রয়েছে কার্তি চিদম্বরম, পিটার মুখোপাধ্যায়, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের নাম।
2007 সালে INX- মিডিয়া 300 কোটি টাকার বিদেশি বিনিয়োগ বা FDI পেয়েছিলো। FDI গ্রহণের অনুমোদন দিয়েছিলো FIPB, ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড। কিন্তু অভিযোগ ওঠে, ওই বিনিয়োগ FDI-এর বিধি মেনে হয়নি। একইসঙ্গে অভিযোগ ওঠে, মাত্র 4.62 কোটি টাকার বিনিয়োগের অনুমোদন পেলেও INX মিডিয়া শেয়ার বিক্রি করে 305 কোটি টাকা বাজার থেকে তুবেছিলো। এই কাজ যখন হয় তখন দেশের অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। 2017 সালের 15 মে CBI এই আর্থিক লেনদেন অসঙ্গতির অভিযোগে FIR দায়ের করে। INX মিডিয়ার মালিক ছিলেন পিটার মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। 21 আগস্ট CBI চিদম্বরমকে গ্রেফতার করে। গত বুধবার পর্যন্ত CBI হেফাজতেই ছিলেন তিনি। বুধবার দিল্লি আদালতের নির্দেশে তাঁকে 14 দিনের জন্যে ED হেফাজতে পাঠানো হয়।

আরও পড়ুন – বিতর্ক ও ভোটাভুটির পর যাদবপুরের ডিলিট-ডিএসসি তালিকা মেনে নিলেন রাজ্যপাল

Previous article২২ অক্টোবর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
Next articleপ্রশ্ন এবং উত্তর