Friday, December 19, 2025

সাত বছর ধরে শুটিং! গৌতমের হাত ধরে এই প্রথম এক মঞ্চে রাখী-গুলজার-মেঘনা

Date:

Share post:

দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে প্রায় এক দশক। তারপর এক ফ্রেমে তাঁরা কখনও আসেননি। এক সঙ্গে মঞ্চে কোনও দিনও ওঠেননি। দুজনকে মিলিয়ে দিচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সৌজন্যে তাঁদের মেয়ে মেঘনা। এই প্রথম এক মঞ্চে রাখি ও গুলজার। সঙ্গে মেঘনাও।

গৌতম হালদারের পরিচালনায় ‘নির্বাণ’ ছবির প্রিমিয়ার হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের পরদিন। গৌতমের ব্যক্তিগত অনুরোধে নন্দনের প্রিমিয়ারে থাকবেন মেঘনার সঙ্গে তাঁর বাবা-মাও।

‘নির্বাণ’ বাংলা ছবির নিরিখে একটি মাইলস্টোন। দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে ছবিটির শুটিং হয়েছে ধাপেধাপে। বাজেটের নিরিখেও বাংলা ছবির ক্ষেত্রে এটি ব্যতিক্রমী। গৌতম বলছেন, ছবিটি করতে গিয়ে প্রচুর দেনা হয়েছে। কলকাতা চলচ্চিত্র উৎসবে এবং গোয়া চলচ্চিত্র উৎসবে দেখানো হবে জেনে আমি আপ্লুত। এর চেয়ে উপযুক্ত জায়গা আর কী হতে পারে! তবে ছবিটি রিলিজ করা হবে না। কেউ যদি কেনে, তার আশাতেই আপাতত বসে রয়েছেন গৌতম।

মতি নন্দীর উপন্যাস ‘বিজলীবাবার মুক্তি’ অবলম্বনে ছবি তৈরি। বাংলা ও হিন্দিতে দ্বিভাষিক ছবি। তাই শুটিংয়েও বেশি সময় লেগেছে। আর দ্বিভাষিক হওয়ার কারনে নাম পাল্টে হয়েছে ‘নির্বাণ’। অভিনয়ে রাখী, মেঘনা আছেন। আছেন চৈতি ঘোষালও। গৌতমের বক্তব্য, ছবির বিষয়ের দিক থেকে এটি একেবারে সাম্প্রতিক। ফলে বিতর্কও অবধারিত। কলকাতা চলচ্চিত্র উৎসবের প্যানোরামায় থাকছে আরও দুটি ছবি, সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’।

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...