দেবাঞ্জন-হত্যায় ভাড়াটে খুনি?

নিমতায় ম্যানেজমেন্টের ছাত্র দেবাঞ্জন দাসের খুনের ঘটনায় ভাড়াটে খুনির জড়িয়ে থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। যে সূক্ষ্ম পদ্ধতিতে খুন হয়েছে, তাতে পেশাদার অপরাধীর কাজ বলে অনুমান পুলিশের। আতসকাচের তলায় দেবাঞ্জনের বান্ধবীর ভূমিকাও।

নিমতার সর্দার পাড়ার বাসিন্দা ওই তরুণীকে নবমীর রাতে বাড়ি পৌঁছে দিয়ে ফেরার সময়ই খুন হন দেবাঞ্জন। বৃহস্পতিবার, খুনের মামলা রুজু হওয়ার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়। উচ্চমাধ্যমিক পড়ুয়া ওই তরুণীর বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন –কোচবিহারের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

তদন্তকারীদের দাবি, যে ভাবে ঠান্ডা মাথায় গুলি করা হয়েছে, তা পেশাদার অপরাধী ছাড়া সম্ভব নয়। প্রশ্ন উঠছে দেবাঞ্জন কখন বাড়ি ফিরছেন সেই তথ্য কে দিল খুনিকে? তবে, ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রিন্স সিংয়ের কোনও হদিশ এখনও পায়নি পুলিশ। এমনকী তিনি কোথায়, তা না কি জানে না তাঁর আত্মীয়রাও।

এদিকে পুলিশের অনুমান, খুনিরা খুব কাছ থেকে গুলি করে দেবাঞ্জনকে। এমনকী, তারা গাড়ির মধ্যেও থাকতে পারে বলে অনুমান।

আরও পড়ুন – à¦°à¦¾à¦œà§à¦¯ পুলিশের নিরাপত্তাতেই যাদবপুরে রাজ্যপাল