২৩শে দায়িত্ব নিয়েই ২৪শে দল ঘোষণা সৌরভের

২৩শে বিসিসিআই প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিক অভিষেক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। পরের দিনেই অর্থাৎ ২৪ তারিখে প্রেসিডেন্ট সৌরভের প্রথম সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ সিরিজের টিম ঘোষণা। যার অর্থ তার আগেই কথা হয়ে যাবে নির্বাচক আর কোহলির সঙ্গে। ২৫ অক্টোবর ইডেনে সৌরভকে রাজকীয় সংবর্ধনা দেবে সিএবি। সেখানে আসবেন তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবনের প্রথম অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। থাকবেন যুবরাজ, হরভজন, লক্ষ্মণ। দেওয়া হবে রুপোর স্মারক। খোদাই থাকবে সৌরভের মুখ। সৌরভের জীবন নিয়ে থাকবে তথ্যচিত্র। থাকবেন বাংলার প্রাক্তন ও বর্তমান অধিনায়ক ও খেলোয়াড়রা।

আরও পড়ুন – আমূলের বিজ্ঞাপনী প্রচার এবার সৌরভময়